হোম তথ্যপ্রযুক্তি টুইটারে আর রাজনৈতিক বিজ্ঞাপন নয়

টুইটারে আর রাজনৈতিক বিজ্ঞাপন নয়

ঢাকা: সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার রাজনৈতিক বিজ্ঞাপন না দেখানোর সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে ইতিমধ্যে।

সম্প্রতি টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসির টুইটার বার্তার বরাতে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ডরসি তার বার্তায় বলেন, ‘ইন্টারনেটে বিজ্ঞাপন বাণিজ্যিক বিজ্ঞাপনদাতাদের জন্য অপ্রতিরোধ্যভাবে শক্তিশালী ও কার্যকর মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। যা রাজনীতিতে উল্লেখযোগ্যভাবে ঝুঁকি তৈরি করছে। একইসঙ্গে রাজনৈতিক বিজ্ঞাপনগুলো লাখ লাখ ভোটারদের প্রভাবিত করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।’

এর আগে করা এক টুইটার বার্তায় ডরসি রাজনৈতিক বিজ্ঞাপন না দেখানোর ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমরা বিশ্বজুড়ে রাজনৈতিক বিজ্ঞাপন দেখানো বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। আমরা বিশ্বাস করি, রাজনৈতিক বার্তাগুলো টাকার বিনিময়ে কিনতে পারা উচিত নয়, অর্জন করে নেওয়া উচিত।’

এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রিটুইট করে হিলারি ক্লিনটন লেখেন, ‘আমেরিকা এবং বিশ্বজুড়ে গণতন্ত্রের জন্য এটি সঠিক সিদ্ধান্ত।’