আয়ুষ্মানের বিপরীতে বলিউডে দেখা যাবে সামান্থাকে।

আয়ুষ্মানের বিপরীতে বলিউডে দেখা যাবে সামান্থাকে।
আয়ুষ্মানের বিপরীতে বলিউডে দেখা যাবে সামান্থাকে।

বিনোদন ডেস্কঃ 

ব্যক্তিগত জীবন নিয়ে কিছুদিন পরপরই আলোচনায় আসেন দক্ষিণী জনপ্রিয় তারকা সামান্থা রুথ প্রভু। কিন্তু কর্মজীবনে তার শোবিজের ক্যারিয়ারে কেবল এক যুগের।

এর মধ্যেই উচ্চতার শিখরে ছুঁয়ে যাচ্ছেন এই অভিনেত্রী। তামিল সিনেমা থেকে আইটেম সং জনপ্রিয়তা। সামান্থা এখন বর্তমানে সবার আলোচনার বিষয় বললে ভুল হবে না। সামনে নিজের নাম জুড়ে দিতে যাচ্ছেন দীনেশ ভিজানের আগামী ছবির সৌজন্যে। সম্পূর্ণ বিনোদনধর্মী এ সিনেমায় সামান্থার বিপরীতে দেখা যাবে আয়ুষ্মানকে। যেখানে সামান্থার চরিত্র নাকি আয়ুষ্মানের মতোই গুরুত্বপূর্ণ।

সামান্থা এর আগে ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ২’ দিয়ে সিরিজে আত্মপ্রকাশ করেন।

সম্প্রতি একটি আউটলেটের প্রতিবেদনে জানা যায়, সামান্থা বলিউডে আয়ুষ্মান খুরানার বিপরীতে একটি আকর্ষণীয় প্রকল্পে অভিনয় করবেন। এতে সাসপেন্সের পাশাপাশি হাস্যরসও রয়েছে। নির্মাতারা অভিনেত্রীর সঙ্গে শুটিংয়ের সময়রেখা নিয়ে আলোচনা করছেন। যদিও পরিচালক এখনও সিদ্ধান্ত নেননি।

তবে আশা করা হচ্ছে এ বছরের শেষ দিকে শুটিং শুরু হবে এবং সিনেমাটি ২০২৩ সালের দিকে মুক্তি পাবে।

আরও পড়ুনঃ অক্ষয় কুমার কি রাজনীতিতে যোগ দিচ্ছেন? মুখ খুললেন ‘খিলাড়ি’