আবারো বাংলাদেশের সাথেই শতক হাকালেন মায়ার্স

শতক হাকালেন মায়ার্স

স্পোর্টস ডেস্ক

চট্টগ্রামে তার প্রথম টেস্টেই বাংলাদেশের বিপক্ষে চতুর্থ ইনিংসে খেলেছিলেন অপরাজিত ২১০ রানের মহাকাব্যিক ইনিংস।

কাইল মায়ার্স তারপর ২১ ইনিংসে কোনো শতকের দেখা পাননি, কোনো ইনিংসে খেলেননি ২১০ বলই। সেন্ট লুসিয়ায় সিরিজের দ্বিতীয় টেস্টে সেই বাংলাদেশের বিপক্ষেই শতকের শুন্যতা কাটালেন তিনি। তাঁর ১৮০ বলে ১২৬ রানের অপরাজিত ইনিংসে টেস্টের নিয়ন্ত্রণ আবার নিজেদের হাতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জার্মেইন ব্ল্যাকউডের সঙ্গে ১১৬ রানের জুটি গড়ার পর জশুয়া ডা সিলভার সঙ্গে মায়ার্স যোগ করেছেন আরও ৯২ রান। পরের জুটি অবিচ্ছিন্ন এখনো, দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে ১০৬ রানে, বাকি আছে ৫ উইকেট।

প্রথম সেশনে ৪ উইকেট নিয়ে দারুণভাবে লড়াইয়ে ফেরা বাংলাদেশের দ্বিতীয় সেশন কাটে উইকেট শূন্যই। ওই সময় সহ-অধিনায়ক জার্মেইন ব্ল্যাকউডের সঙ্গে অবিচ্ছিন্ন জুটি ছিল মায়ার্সের। শেষ সেশনের শুরুতেই ব্ল্যাকউডকে ফেরালেও এরপর আর উইকেটের দেখা পায়নি বাংলাদেশ। প্রথম সেশনে উইকেট থেকে সহায়তা পেয়েছিলেন পেসাররা, শেষ সেশনের শুরুতে হয় বেশ আঁটসাঁট বোলিং-ও। কিন্তু শেষে ধারাবাহিকতা রাখতে পারেননি তাঁরা।

আরো পড়ুন: মাঠে নামছেন সাকিব-কোহলি-বাবর খেলবেন একই দলে