ঢাকা : রাজধানীর নিউ ইস্কাটনে দিলু রোডের একটি পাঁচতলা ভবনের গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ তিনজন মারা গেছেন। এছাড়াও দগ্ধ হয়েছেন বেশ কয়েকজন।
প্রাথমিকভাবে নিহত ও দগ্ধদের নাম-পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ওই ভবনের গ্যারেজে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে যায়। ভোর সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দগ্ধ দুজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। নিহত তিনজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।