হোম ফিচার হিল না পরেও যেভাবে আপনাকে লম্বা দেখাবে !

হিল না পরেও যেভাবে আপনাকে লম্বা দেখাবে !

হিল না পরেও যেভাবে আপনাকে লম্বা দেখাবে !
হিল না পরেও যেভাবে আপনাকে লম্বা দেখাবে !

লাইফস্টাইল ডেস্কঃ 

আপনার শারীরিক উচ্চতা যতই হোক না কেন, আপনি আপনার মতো করেই সুন্দর। কিন্তু আপনি যদি মনে করেন যে, আপনাকে লম্বা দেখালে আপনার মধ্য়ে আত্মবিশ্বাস বাড়ে, তাহলেও কোনও অসুবিধা নেই। খুবই স্বাভাবিক এই ব্যাপারটা। তবে কী বলুন তো, যাঁরা হিলস পরতে পারেন, তাঁরা হিল পরার পর ২ ইঞ্চি বেশি লম্বা হতে পারেন।

কারও শারীরিক উচ্চতা কম হলে অনেক সময়ই নানা কটাক্ষের মুখে পড়তে হয়। হয়তো ভিড়ের মধ্যে মানিয়ে নিতে অসুবিধা হয়। সবাই নানারকম মতামত দিয়ে যান। তা আমাদের মানসিক চাপই শুধু বাড়ায়।

তাই হিলস পরে আপনি নিজেকে লম্বা দেখাতেই পারেন। সুন্দর বুট এবং স্টিলেটো পরে সুন্দর দেখতে লাগে আপনাকে। কিন্তু হিলস পরার পর পায়ের ব্যথাও তো ভোগ করতে হয়। আর অনেকেই হিলস পরে কম্ফোর্টেবল নন। যাই হোক, নিজেকে লম্বা দেখানোর জন্য আপনার সবসময় হিলস পরারও প্রয়োজন নেই। অনেক সময় ড্রেসিংয়েও আপনাকে লম্বা দেখাতে পারে।

কীভাবে পোশাক পরলে বা স্টাইলিং করলে লম্বা দেখাবে আপনাকে, চলুন জেনে নেওয়া যাক।

আপনি মডেলদের লক্ষ করবেন তাঁরা সম্প্রতি কোনও ফ্যাশন শো-তে ভার্টিকাল স্ট্রাইপ ড্রেস, শার্ট এবং প্যান্ট পরছেন। ফ্যাশন পুলিশরা মনোক্রম্যাটিক শিয়ার স্ট্রাইপ ড্রেসে সরাসরি না বলেদিতেই পারেন। কিন্তু একটি হাই ওয়েস্ট স্ট্রাইপ প্যান্টের সঙ্গে একটি ব্ল্যাক বেল্ট পরুন। তার সঙ্গে স্ট্রাইপ শার্ট দিয়ে স্টাইলিং করুন।

অসাধারণ দেখতে লাগবে আপনাকে। স্ট্রাইপেই আপনার হাইট ইশ্যু লুকিয়ে রাখতে পারেন। আর আপনাকে হাই হিলসও পরতে হবে না।

স্ট্রেট ফিট প্যান্ট

স্ট্রেট ফিট প্যান্ট পরতে পারেন সব সময়। অফিসে পরে যেতে পারেন এই ধরনের প্যান্ট, এছাড়াও সন্ধ্যায় হয়তো কোথাও বেরনোর আছে, সেইসময়েও আপনি এই ধরনের প্যান্ট পরতে পারেন। পায়ে চাপা থাকে না, তাই পরেও আরাম এই গরমে। একটি শার্টের সঙ্গে আপনি এই ধরনের প্যান্ট পরুন।

শার্ট প্যান্টের মধ্য়ে ইন করে নিন। দেখতে ভালো লাগবে আপনাকে। আপনার যদি উচ্চতা কম হয়, তাহলে অবশ্য়ই এই ধরনের আউটফিট পরে নিতে পারেন আপনি। নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না।

হাই ওয়েস্ট জিন্স

আপনি কলেজে যাচ্ছেন, ডেটে যাচ্ছেন, পিকনিকে যাচ্ছেন বা অফিসে যাচ্ছেন, এই কম্ফোর্টেবল জিন্স আপনি পরতে পারেন। দেখুন আপনার উচ্চতা যদি কম হয়, তাহলে আপনি রেগুলার জিন্স পরে সামান্য অস্বস্তিতেও পরতে পারেন। তাই আপনার ক্লোজেট আপডেট করুন। এই ধরনের একটা বা দুটো হাই ওয়েস্ট জিন্স থাকুক আপনার আলমারিতে।

দেখুন হালকা নীল রং বা কালো রঙের জিন্স কিনতে পারেন। এই ধরনের সাধারণ পরিষ্কার রং আপনাকে একটি এলিগেন্ট লুক দেয়। এছাড়াও লম্বা পায়ের ইলিউশন তৈরি করে। দেখে আপনাকে ভালোই লম্বা মনে হয়। ক্রপ টপের সঙ্গে স্টাইলিং করুন।

স্কিন টোন জুতো

স্কিন টোনের জুতো পরুন। আপনি যখন সঠিক বেল্ট ও সঠিক জুতো দিয়ে স্টাইলিং করবেন, একমাত্র তখনই আপনার সাজ সম্পূর্ণ হবে। তাই জুতো বেছে নেওয়ার সময়েও সতর্ক থাকুন। আপনি একটি স্লিক সামার ড্রেস পরতে পারেন, তার মিনি হেমলাইন ডিটেলিং থাকলে ভালো। এর সঙ্গে মানানসই জুতো।

খুব ভালো হয়, যদি আপনি আপনার কালেকশনে ত্বকের রঙের জুতো অ্যাড করতে পারেন। আপনার ড্রেসের সঙ্গে এই ধরনের জুতো পরলে আপনাকে তুলনামূলক লম্বা মনে হবে। দেখতেও সুন্দর লাগবে আপনাকে।

সঠিক ড্রেস

সাধারণত, যখন স্লিক এবং চিক ড্রেসের কথা আলোচনা করা হয়, সেই সময় এটা বোঝা সুবিধা যে, মনোক্রম্যাটিক ড্রেস দিনের সব সময় যে কোনও কারণেই পরা যায়। এটি একটি ভিশন ইলিউশন তৈরি করে। আপনাকে এই ধরনের ড্রেসে তুলনামূলক লম্বা দেখায়। তাই আপনি চাইলেই এই ধরনের ড্রেস পরতে পারেন। আপনাকে দেখতে সুন্দর লাগবে। আপনি অফিসে যাওয়ার সময়েও এই ধরনের লং ড্রেস পরতে পারেন। বডি ফিট হলে ভালো হয়।

সুতিরও এই ধরনের ড্রেস পাওয়া যায়। এছাড়াও আপনি ক্লাসি স্টাইলে আউটফিট পরতে পারেন। আপনার মনোক্রম্যাটিক ড্রেসের সঙ্গে একটি অসাধারণ জুতো পরুন। ম্যাক্সি লেন্থ ড্রেস পরতে পারেন আপনি। এক রঙা ম্যাক্সি লেন্থ ড্রেস পরাই ভালো। পনি টেল করে নিন, আপনাকে দেখতে খুবই সুন্দর লাগবে। লম্বা লাগবে।

আরও পড়ুনঃ জানা গেলো ৪৫ বছরেও যেভাবে ফিট রয়েছেন শাকিরা!