মহানবীর(সাঃ)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে টংগী কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

মহানবীর (সাঃ) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে টংগী সরকারি কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দুই নেতার অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টংগী সরকারি কলেজের শিক্ষার্থীরা।

সোমবার(১৩ জুন) সকালে কলেজের ভিতর থেকে মিছিল শুরু হয়।তার পর কলেজ গেইট থেকে প্রধান সড়ক হয়ে তারপর শফিউদ্দিন কলেজ গেইট হয়ে প্রদক্ষিণ করে টংগী সরকারি কলেজ ক্যাম্পাসের মূল ফটকে এসে সমাবেশে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়।
সমাবেশে শিক্ষার্থীরা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশা (রাঃ) কে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রস্তাব আনার জোর দাবি জানান। উক্ত কলেজের এক শিক্ষার্থী বলেন, মহানবী (সাঃ) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করে বিজেপির দুই নেতা বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে ভারতের ইসলামবিদ্বেষীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
উল্লেখ্য, ভারতের কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক মুখপাত্র নুপুর শর্মা এক টেলিভিশন শো-তে অংশ নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন। পরে দলটির নয়াদিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন জিন্দালও নুপুর শর্মার মন্তব্যের সমর্থনে টুইট করেন। এতে ক্ষুব্ধ হয়ে বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানিয়ে আসছেন।