বেলাল খানের নতুন গানে চমক

ঢাকা: বাজারে আসছে কণ্ঠশিল্পী বেলাল খানের নতুন গান। সুরকার হিসাবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীত শিল্পী বেলাল খানের গায়কীতে সিঙ্গেলস ‘খুব ভালবাসি’। গানটি রিলিজ হচ্ছে বেলাল খানের নিজস্ব ইউটিউব চ্যানেলে। গানটি লিখেছেন সজীব শাহরিয়ার। সুর করেছেন বেলাল খান নিজেই। এই গানের সংগীত পরিচালনা করেছেন এম এ রহমান।চমক হিসেবে গানটিতে মডেল হয়েছেন আসপিয়া ওহি ও তৌহিদ।

মিউজিক ভিডিওটি নির্মান করেছেন, স্ম্যাক আজাদ। ক্যামেরায় ছিলেন জয় আবরাহাম এবং গানটি এডিট করেছেন রনি সিকদার জিতু।

এ প্রসঙ্গে সংগীত শিল্পী বেলাল খান বলেন, গানটির কথা, সুর ও সংগীত আয়োজন অনেক সুন্দর হয়েছে। মিউজিক ভিডিওটি ও দারুণ হয়েছে। আশা করছি গানটি সকলের ভাল লাগবে।

মডেল আসপিয়া বলেন, বেলাল ভাইয়ের এই গানে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত গানটি দারুণ, ভিডিও রোমান্টিক। সব মিলিয়ে আশাকরি সবার ভাল লাগবে।