করোনা ভাইরাসে আক্রান্ত হলেন কিং খান।

করোনা ভাইরাসে আক্রান্ত হলেন কিং খান।
করোনা ভাইরাসে আক্রান্ত হলেন কিং খান।

বিনোদন ডেস্কঃ

মাত্র একদিন আগেই পোস্টার শেয়ার করে নিজের নতুন সিনেমা ‘জওয়ান’র ঘোষণা দেন তিনি। এরই মধ্যে শাহরুখের করোনা আক্রান্ত হওয়ার খবর এলো।
আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিনি।

ইতিমধ্যে বলিউডে শুরু অন্য জল্পনা। কর্ণের জন্মদিনের পার্টিতে গিয়েই কি একঝাঁক তারকা করোনা সংক্রমিত হলেন? রীতিমতো চর্চা শুরু হয়েছে তা নিয়ে। গত ২৫ মে ছিল কর্ণের ৫০তম জন্মদিন। জমজমাট পার্টিতে রীতিমতো তারার হাট বসে যশরাজ স্টুডিয়োর অন্দরে।

বলিপাড়ার খবর, কর্ণের পার্টিতে অতিথি তালিকায় ছিলেন শাহরুখ খান, আমির খান, সলমন খান, সইফ আলি খান, করিনা কপূর, মাধুরী দীক্ষিত, জুহি চাওলা, তব্বু, টুইঙ্কল খন্না, অনুষ্কা শর্মা, করিশ্মা কপূর, সোনালি বেন্দ্রে, রবিনা ট্যান্ডন, মালাইকা অরোরা, ভিকি কৌশল, অনন্যা পাণ্ডে, জাহ্নবী কপূর-সহ বলিউডের বড়, ছোট, মাঝারি বহু তারকাই। অনেকে এসেছিলেন সপরিবারেও। তার পরেই একে একে বলি তারকার করোনা আক্রান্ত হওয়ার খবর। উদ্বেগের ছায়া টিনসেল নগরীতে।

সেই সঙ্গে চিন্তা বাড়াচ্ছে ক্রমশ ঊর্ধ্বমুখী কোভিড সংক্রমণ। রবিবার কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য বলছে, দেশ জুড়ে চার হাজারের বেশি বাসিন্দা নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। সংক্রমণের নিরিখে উদ্বেগ বাড়াচ্ছে কেরল, মহারাষ্ট্র, তামিলনাড়ু-সহ দেশের পাঁচ রাজ্য। দেশের শহরগুলির মধ্যে মুম্বইয়ের পরিস্থিতি আশঙ্কাজনক। চলতি মাসের প্রথম চার দিনে মুম্বইয়ে কোভিডে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মার্চ মাসের প্রায় দ্বিগুণ।

রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪,২৭০ জনের মধ্যে নতুন করে করোনার সংক্রমণ ছড়িয়েছে। মহারাষ্ট্রে সক্রিয় রোগীর সংখ্যা ২৪ হাজার ৫২ জন।গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৪ হাজার ২৭০ জন। পরিসংখ্যান বলছে পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক।

আরও পড়ুনঃ সাবেক স্ত্রীর বিরুদ্ধে মামলা জিতলেন জনি, পাবেন ক্ষতিপূরন।