হোম ফিচার হুমকির মুখে অরিজিৎ সিং!

হুমকির মুখে অরিজিৎ সিং!

হুমকির মুখে অরিজিৎ সিং!
হুমকির মুখে অরিজিৎ সিং!

বিনোদন ডেস্কঃ

বলিউডের প্রথম সারির সংগীতশিল্পী অরিজিৎ সিং অরিজিৎ প্রথম থেকেই শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে তাঁর কন্ঠের দৌলতে।

২০১৫ সালে অরিজিৎ সিং আর তাঁর ম্যানেজার তারসেনকে ফোনে হুমকি দেন আন্ডারওয়ার্ল্ড ডন রবি পূজারি। অরিজিতের থেকে প্রথমে ৫ কোটি দাবি জানায় তাঁরা। ঠিক যেভাবে সম্প্রতি সিধু মুসেওয়ালার কাছে আন্ডারওয়ার্ল্ড থেকে আসত হুমকির ফোন।

আরও জানা যায়, আন্ডারওয়ার্ল্ডের এমন হুমকি পেয়েছেন বলি পারায় অনেকেই। কিন্তু এই ব্যাপারে অনেকেই এখনও মুখ খুলেন নি।

হিন্দুস্তান টাইম খবর প্রকাশ করেছে, মুম্বাই মিরররকে দেওয়া এক সাক্ষাৎকারে অরিজিৎ বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন। তিনি জানান, ২০১৫ সালে এক গ্যাংস্টারের কাছ থেকে তার ম্যানেজার তারসেনের কাছে ফোন আসে। ফোনটি করেছিলেন আন্ডারওয়ার্ল্ড ডন রবি পূজারি। প্রথমে ৫ কোটি টাকা দাবি করা হয় তার কাছে।

সে সময় এতো টাকা জোগার করতে পারেননি। তাই ফ্রিতে বেশ কয়েকটি শো করতে হয়েছিল অরিজিৎকে।

তিনি আরও জানান, এক প্রোমোটারের সঙ্গে সেই সময় বাজেট নিয়ে কথা হচ্ছিলো। অনেক কম টাকায় শো করতে বলছিল। তবে তিনি রাজি ছিলেন না। সেই প্রোমোটারের যোগাযোগ ছিল আন্ডারওয়ার্ল্ডের ডন রবি পূজারির সঙ্গে। তারপরেই আমার ম্যানেজারের কাছে ফোন আসে এবং চাপ দিচ্ছিলো কয়েকটা শোতে ফ্রিতে গান গাইতে। পরে ম্যানেজার ভয় পেয়ে আমাকে সব জানায়। আমি পুলিশে অভিযোগও করেছিলাম।

সদ্য খুন হওয়া পাঞ্জাবি গায়ক সিধুও কয়েক বছর ধরে এরকম ফোন পাচ্ছিলেন বলে জানা যায়।

এদিকে সোমবার ৩০ মে এ জনপ্রিয় গায়ক ও কংগ্রেস নেতাকে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে কানাডা-ভিত্তিক গ্যাংস্টার গোল্ডি ব্রার।

আরও পড়ুনঃ করণের হাত ধরে বলিউডে পা রাখছেন সাইফ পুত্র।