প্রেসক্লা‌বের সাম‌নে যুবদ‌লের বি‌ক্ষোভ, যান চলাচল বন্ধ

জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করছেন জাতীয়তাবাদী যুবদলের নেতা-কর্মীরা।

বিএন‌পি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকি এবং ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ে ছাত্রলীগের ‘সন্ত্রাসে’র প্রতিবাদে শনিবার (২৮ মে) সকালে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। যুবদলের এই বিক্ষোভকে কেন্দ্র করে প্রেসক্লাব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রেসক্লাব এলাকার এক পথচারী ফ‌রিদ হো‌সেন বলেন, এই‌ এলাকায় প্রায় প্রতি‌দিন কোনো না কোনো রাজ‌নৈ‌তিক দল বা সংগঠন রাস্তা বন্ধ করে প্রোগ্রাম করে। এসময় সড়কে গাড়ি চলাচল বন্ধ হ‌য়ে যায়। মানুষ‌কে হেঁটে গন্ত‌ব্যে যে‌তে হয়। সাধারণ মানু‌ষের অনেক ভোগান্তি হ‌লেও কেউ এসব মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে না।

মিজান না‌মের আরেক পথচারী বলেন, কর্তৃপ‌ক্ষের উচিৎ বি‌ভিন্ন সামা‌জিক ও রাজনৈতিক দলের অনুষ্ঠা‌নের জন্য নির্দিষ্ট এলাকা নির্ধারণ করে দেওয়া। নির্ধা‌রিত এলাকায় তারা তা‌দের কর্মসূ‌চি পালন কর‌লে সাধারণ মানু‌ষের আর কষ্ট হবে না।

অপর‌দি‌কে সমা‌বে‌শে অংশ নেওয়া যুবদল নেতারা বলেন, সরকার পতনের আন্দোলন শুরু হয়ে গেছে। এই সরকার পদত্যাগ না করা পর্যন্ত আমরা রাজপ‌থে থাক‌বো, ঘরে ফিরে যাব না।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করছেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

আরো পড়ুন: ভবিষ্যত প্রজন্মের ডেল্টা প্ল্যান বাস্তবায়নে প্রধানমন্ত্রী