হোম বাংলাদেশ রূপগঞ্জে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত ৮

রূপগঞ্জে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত ৮

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রলীগের দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় কমপক্ষে ৮ জন আহত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ভুলতা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল আজিজ মিয়া তার পারিবারিক অনুষ্ঠানের দাওয়াত দিতে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়ার মাসুমের মুড়াপাড়ার বাড়িতে যান। সন্ধ্যায়  আজিজ মিয়াকে নিয়ে শেখ ফরিদ মাসুম একটি প্রাইভেটকারে করে ভুলতা এলাকার দিকে যাচ্ছিলেন। এসময় ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হামজালার গাড়ির সাথে লাগে। এ নিয়ে সংঘর্ষের সৃষ্টি হয়।

নারায়ণগঞ্জ ‘গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহিন ফরাজী ও রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সহকারী পুলিশ সুপার মাহিন ফরাজী বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাসুম ও হামজালার দুগ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় দুপক্ষই একে অপরের অফিসে হামলা ভাঙচুর চালিয়েছে দাবি করে তারা। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।