হোম ফিচার শুটিং চলাকালীন অবস্থায় গুরুত্বর দুর্ঘটনায় আহত সামান্থা-বিজয়।

শুটিং চলাকালীন অবস্থায় গুরুত্বর দুর্ঘটনায় আহত সামান্থা-বিজয়।

শুটিং চলাকালীন অবস্থায় গুরুত্বর দুর্ঘটনায় আহত সামান্থা-বিজয়।
শুটিং চলাকালীন অবস্থায় গুরুত্বর দুর্ঘটনায় আহত সামান্থা-বিজয়।

বিনোদন ডেস্কঃ 

এবছরের শেষে মুক্তি পেতে যাচ্ছে দক্ষিণের দুই তারকা সামান্থা ও বিজয় দেভরাকোন্ডার ছবি ‘খুশি’। এই ছবিরই শুটিং করতে ভারতের কাশ্মীরে ছিলেন তারা। আর সেখানেই গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এই দুই দক্ষিণী তারকা।

ভারতীয় সংবাদমাধ্যম জানা গেছেে, কাশ্মীরের পহলগাঁও নামক জায়গায় একটি সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন সামান্থা ও বিজয়। শুটিং করার এক পর্যায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে লিডার নদীতে পড়ে যায়।

দুর্ঘটনার পর সামান্থা ও বিজয়কে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সে সময় বেশ কিছুক্ষণ শুটিং বন্ধ ছিল। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি তাদের।

চিকিৎসক জানিয়েছেন, আপাতত দুই তারকাই সুস্থ রয়েছেন।

কাশ্মীরে ‘খুশি’ সিনেমার শুটিং করছিলেন সামান্থা ও বিজয়। এটি চলতি বছর ২৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

রোববার দুর্ঘটনার পর ফের শুটিং শুরু করেছেন এ দুই অভিনেতা। পিঠে ব্যথা নিয়েই শুটিং চালিয়ে গেছেন সামান্থা ও বিজয়।

আরও পড়ুনঃ ফটোগ্রাফারের পাশে দাড়ালেন জ্যাকলিন ফার্নান্দেজ।