হোম ফিচার আবারও জুটি বাঁধতে চলছেন শাহরুখ-কাজল।

আবারও জুটি বাঁধতে চলছেন শাহরুখ-কাজল।

বলিউডের ইতিহাসের অন্যতম রোমান্টিক জুটি শাহরুখ-কাজল।
আবারও জুটি বাঁধতে চলছেন শাহরুখ-কাজল।

বিনোদন ডেস্কঃ

বলিউডের ইতিহাসের অন্যতম রোমান্টিক জুটি শাহরুখ-কাজল। নতুন খবর হলো পরিচালক করণ জোহরের হাত ধরে আবারও জুটি বাঁধছেন তারা। এই নিয়েই সিনেমাপ্রেমীদের মাঝে দেখা যাচ্ছে তুমুল উত্তেজনা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী- করণ জোহরের নতুন ছবি ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ ছবিতে দেখা যাবে শাহরুখ ও কাজলকে। তবে তারা পুরো ছবিতে থাকছেন না। ছবির একটি গানে রণবীর সিং ও আলিয়া ভাটের সঙ্গে দেখা যাবে এ জুটিকে। খুব শিগগির মুম্বাইয়ের একটি স্টুডিওতে এ গানের শুটিং হবে।

পরিচালক করণ জোহরের সঙ্গে শাহরুখ-কাজলের বন্ধুত্ব দীর্ঘদিনের। সেই সুবাদে দুজনই করণের ছবির গানের দৃশ্যে অভিনয়ে সহজেই রাজি হয়েছেন। করণ জোহর ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ ছবিটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত।

বলিউড বাদশা এখন ব্যস্ত ‘পাঠান’ ছবির কাজে। তবে কাজলের হাতে আপাতত কোনো ছবি নেই। পরিচালক করণ জোহরের সঙ্গে শাহরুখ-কাজলের বন্ধুত্ব দীর্ঘদিনের। সেই সুবাদে দুজনই করণের ছবির গানের দৃশ্যে অভিনয়ে সহজেই রাজি হয়েছেন।

করণ জোহর ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ ছবিটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত। কারণ এ ছবির মাধ্যমে দীর্ঘদিন পর আবার তিনি পরিচালনায় ফিরছেন। তার পরিচালিত শেষ ছবি ছিল ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। বলিউডের এ নামকরা চিত্রনির্মাতা চান, সব দিক থেকে তার আগামী ছবিটি বিশেষ হয়ে উঠুক।

আরও পড়ুনঃ আবারো সিনেমায় দেখা যাবে টুইঙ্কেল খান্নাকে।