হোম আন্তর্জাতিক মাহাথিরকেই পূর্ণকালীন প্রধানমন্ত্রী হিসেবে চায় সবাই

মাহাথিরকেই পূর্ণকালীন প্রধানমন্ত্রী হিসেবে চায় সবাই

ঢাকা : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হঠাৎ পদত্যাগের পর রাজা ইয়াং দি-পারতুয়ান আগং পরবর্তী প্রধানমন্ত্রী নিয়োগের আগ পর্যন্ত তাকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা জারি করেন। তবে মাহাথির মোহাম্মদকেই দেশটির পূর্ণকালীন প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় দেশটির অধিকাংশ জনগণ।

সাউথ চীনা মর্নিং পোস্ট, দ্য স্টার অনলাইনের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, আনোয়ার ইব্রাহিমের সঙ্গে কোনো চুক্তি ছাড়াই মাহাথিরকে ক্ষমতায় ফেরানোর চেষ্টা চলছে।

মাহাথিরের আগের আমলে সমকামিতার অভিযোগে জেল খাটা এই আনোয়ার ইব্রাহিমকে প্রধানমন্ত্রী করার প্রতিশ্রুত দিয়ে মূলত ক্ষমতায় আসেন দেশটির কিংবদন্তি নেতা। কিন্তু এতদিন বাদেও ক্ষমতা হস্তান্তর করেননি তিনি। আনোয়ার গত কয়েক মাসে একাধিক বৈঠক করেছেন বিষয়টি নিয়ে।

এই পরিস্থিতিতে মাহাথিরের সমর্থকেরা আনোয়ারকে এড়িয়ে নতুন একটি জোট গড়ার চেষ্টা করছিলেন। তার ভেতরই গত সোমবার রাজা ইয়াং দি-পেরতুয়ান আগংয়ের সঙ্গে দেখা করেন মাহাথির। দুজনের মধ্যে কী আলোচনা হয় সে বিষয়ে কিছু না জানিয়ে প্রাসাদ ত্যাগ করেন মাহাথির।

পরবর্তীতে দেশটি প্রধান সচিব মোহাম্মদ জুক আলী এক বিবৃতিতে জানান, মাহাথিরকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন রাজা। সংবিধানের আর্টিকেল ৪৩ (২)(এ) মেনে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ পাওয়া না পর্যন্ত তিনিই এ দায়িত্ব পালন করবেন।

ফলস্বরূপ, নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত ও মন্ত্রীপরিষদ গঠিত হওয়ার আগে দেশটির প্রশাসনিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন তিনি। সংবিধানের আর্টিকেল ৪৩ (২)(এ) অনুসারে, রাজা পার্লামেন্টের নিম্নকক্ষে নিজের পছন্দসই প্রার্থীকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে পারবেন।

এদিকে, ইউনিভার্সিটি অব নটিংহাম মালয়েশিয়া’স রিসার্চ ইনস্টিটিউটের গবেষক ব্রিজেট ওয়েলশ মনে করছেন, ‘মালয়েশিয়ার রাজা মাহাথিরকে রেখে দিতে চাইছেন বলে মনে হচ্ছে। আনোয়ারকে ক্ষমতাহীন করার কৌশল হতে পারে এটি।’

উল্লেখ্য, মাহাথির মূলত ‘ইউনাইটেড মালয়িস ন্যাশনাল অর্গানাইজেশন’ দলের নেতা ছিলেন। ২২ বছর ক্ষমতায় থাকার পর ২০০৩ সালে সরে দাঁড়ান। বছর দুই আগে আবার রাজনীতিতে ফিরে আসার সময় নিজের দলের বিপক্ষেই নির্বাচন করেন। যোগ দেন আনোয়ারের পাকাতান হারাপান কোয়ালিশনে।