হোম ফিচার কেন রেগে গিয়েছিলেন সেলেনা গোমেজ?

কেন রেগে গিয়েছিলেন সেলেনা গোমেজ?

নিঃসন্দেহে বর্তমান প্রজন্মের অন্যতম বিখ্যাত শিল্পী সেলেনা গোমেজ।
কেন রেগে গিয়েছিলেন সেলেনা গোমেজ?

বিনোদন ডেস্কঃ

নিঃসন্দেহে বর্তমান প্রজন্মের অন্যতম বিখ্যাত শিল্পী সেলেনা গোমেজ। যিনি সবসময় তার ভক্তদের জন্য অনুপ্রেরণা হয়ে আছেন। তবে শুধুমাত্র হিট মিউজিকের জন্যই জনপ্রিয় নন গায়িকা বরং তার ‘বস গার্ল’ মনোভাবের জন্যও বেশ জনপ্রিয় তিনি।

কয়েক বছর আগে, যখন সেলেনার বিচ্ছেদের গুজব ছিল তখন তিনি নিজে তার সম্পর্কের বিষয়ে মুখ খুলেন। ভক্ত ও অনুরাগীদের সন্দেহ দূর করেন।

২০১৮ সালের সেপ্টেম্বরে হেইলি বিবারকে বিয়ে করার আগে সেলেনার সঙ্গে সম্পর্কে ছিলেন আরেক রকস্টার জাস্টিন বিবার। যা কারোও অজানা নয়। তবে এটাও সত্য দুজনের ব্রেক আপের পর যখনই কোনো ইন্টারভিউ বা লাইভ শোতে অনেক বেশি ব্যক্তিগত প্রশ্ন করা হতো তখন দুজনই কমবেশি বিরক্ত হতেন।

সেলেনা গোমেজ বেশ কয়েকবার পরিস্কার করে দিয়েছিলেন, তিনি জাস্টিন বিবার সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে আগ্রহী নন। তবে প্রতিবারই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জাস্টিনকে নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে গায়িকাকে।

ঘটনাটি ২০১৬ সালের। যখন সেলেনা খুব বেশি বিরক্ত হয়েছিলেন। একটি লাইভ শো চলাকালীন একজন কনসার্ট অ্যাটেনডেন্টকে একটি কাগজের টুকরো ধরে থাকতে দেখেন গায়িকা। যেটিতে লেখা ছিল, ‘প্লিজ ম্যারি জাস্টিন (দয়া করে জাস্টিনকে বিয়ে করুন)’।

এটি দেখে সেলিনা এগিয়ে গিয়ে সেই ভক্তকে ডাকেন। গায়িকা এতোটাই ক্ষুব্ধ হয়েছিলেন যে লাইভ চলাকালীন বিশাল ভিড়ের সামনে কাগজটি ফেলে দেওয়ার আগে তিনি এটিকে টুকরো টুকরো করে ফেলেছিলেন। দৃশ্যটি হতবাক করেছিল তার ভক্তদেরও।

 

সূত্রঃ জাগো নিউজ

আরও পড়ুনঃ দেখা মিললো রণবীর-আলিয়ার বিয়ের ছবির।