সংক্ষিপ্ত সিলেবাসে ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এপ্রিলে এসএসসি এবং জুন মাসে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১২ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ২০২৩ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা এপ্রিলে, এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা জুন মাসে অনুষ্ঠিত হবে।
‘২০২৩ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা ২০২২ সালের পরীক্ষার জন্য ঘোষিত সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। আর ওই বছরের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা ২০২২ সালের জন্য নির্ধারিত ১৮০ কর্মদিবসের পাঠ্যসূচি অনুসারে অনুষ্ঠিত হবে। পরীক্ষা সব বিষয়ে হবে এবং পূর্ণ নম্বরে হবে।’
তিনি জানান, এ বছরের জেএসসি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। সাধারণত, প্রতি বছর এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে আর এইচএসসি জুন মাসে নেওয়া হয়।
আরো পড়ুন: মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ