দিনাজপুরের বিরল উপজেলায় মো. কিবরিয়া (৩৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কিবরিয়া বিরল উপজেলার ১০ নং রানীপুকুর ইউনিয়নের হালজায় গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে।
অবস্থা আশঙ্কাজনক হওয়া তাকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। হাসাপাতালের জরিরি বিভাগের চিকিৎসক শীতল চন্দ্র তাকে মৃত ঘোষণা করেন।
দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ হিমঘরে রাখা হয়েছে। সোমবার মামলা শেষে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।