শীতলক্ষ্যায় ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চ প্রায় ১৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চ প্রায় ১৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। লঞ্চডুবির ঘটনায় দায়ী কার্গো জাহাজ এমভি রূপসী জব্দ করেছে নৌ পুলিশ । সোমবার (২১ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে লঞ্চটি উদ্ধার করে নারায়ণগঞ্জ বন্দর থানার কাশিপুর খালের উত্তর পাড়ে রাখা হয়েছে। উদ্ধারের পর লঞ্চটির ভেতরে কোনো মৃতদেহ পাওয়া যায়নি ।

রোববার দুপুরে দ্রুতগামী কার্গো জাহাজটি ধাক্কা দিয়ে ডুবিয়ে দেয় যাত্রীবাহী লঞ্চ এমএল আশরাফ উদ্দিনকে। লঞ্চটিকে প্রায় ৫০ মিটার পর্যন্ত ধাক্কা দিয়ে নিয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের মরদেহ উদ্ধার হয়েছে। আরো ১৫/১৬ জনের বেশি যাত্রী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, ডুবে যাওয়া লঞ্চ থেকে বেঁচে ফেরা কয়েকজন যাত্রী জানান, কার্গো জাহাজ ২-৩ হাত দূরে থাকা অবস্থায় কয়েকজন চালকের কাছে ছুটে যাই। তাকে বলি কার্গো জাহাজটি লঞ্চের কাছাকাছি এসে পড়েছে। কিন্তু সে বেপরোয়াভাবে বলে কিছুই হবে না। তারপর আমরা লঞ্চ থেকে ঝাঁপ দিই। ৩০-৪০ সেকেন্ড ধরে কার্গোটি লঞ্চটিকে ঠেলে নিয়ে যায়। তার কথা শুনলে আমরাও তলিয়ে যেতাম।

অপরদিকে, কার্গোটি লঞ্চের উদ্দেশে কোনো ধরনের হর্ন দেয়নি। লঞ্চটিকে ধাক্কা দেয়ার পর সেটি হর্ন বাজাতে থাকে। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।