ঢাকা : মাত্র ৯ রানের টার্গেট ছুড়ে দেয় ভারত। ১০ বল খরচ করেই এই লক্ষ্যে পৌঁছে গেছে কিউইরা। দু’দলের ওয়ানডে সিরিজে ভারতকে হোয়াইটওয়াশ করার লজ্জায় ডুবিয়েছিল নিউজিল্যান্ড। এবার দুই টেস্টের প্রথম ম্যাচে একদিন বাকি থাকতেই টিম ইন্ডিয়াকে ১০ উইকেটের হার উপহার দিয়েছে স্বাগতিকরা।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ওয়েলিংটনের রিজার্ভ বেসিনে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৪৪ রান নিয়ে চতুর্থদিন শুরু করে ভারত গুটিয়ে যায় ১৯১ রানে। টার্গেট দাঁড়ায় মাত্র ৯ রানের। অবশ্য শেষদিকে ইশান্ত শর্মার ব্যাট থেকে ১২ রান না এলে ইনিংস পরাজয় বরণ করতে হতো রবি শাস্ত্রীর দলকে।
ভারত প্রথম ইনিংসে অলআউট হয়েছিল ১৬৫ রানে। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে করে ৩৪৮ রান। এরপর ৯ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংস শুরু করে দুই ওপেনার টম লাথামের ৭ ও টম ব্লান্ডেলের ২ রানের সুবাদে অনায়াসে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।
কিউইদের এটি ১০০তম টেস্ট জয়। সাদা পোশাকের ক্রিকেটে জয়ের সেঞ্চুরি পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে ৪৪১ ম্যাচ। ভারত ২০০৯ সালে ৪৩২তম ম্যাচে এসে ১০০তম টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল।
এছাড়া এ নিয়ে তৃতীয়বারের মতো নিজেদের মাটিতে ভারতকে ১০ উইকেটে হারের লজ্জায় ডুবালো নিউজিল্যান্ড। আর দ্বিতীয়বারের মতো কোহলির অধীনে ১০ উইকেটের ব্যবধানে হারলো ভারত।