ঢাকা: এবার ঢাকা প্রিমিয়ার লিগে নতুনত্ব আসছে। থাকছে না কোনো বিদেশি ক্রিকেটার। চার দশক ধরে চলা এই রীতিতে পরিবর্তন এসেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, এবার প্রিমিয়ার লিগে থাকছেন না কোনো বিদেশি খেলোয়াড়। রবিবার (২৩ ফেব্রুয়ারি) প্রিমিয়ার লিগ নিয়ে ক্লাবগুলোর সঙ্গে সভা শেষে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম) প্রধান কাজী এনাম আহমেদ বলেছেন, ‘জাতীয় লিগ-বিসিএলে কোনো বিদেশি ক্রিকেটার খেলে না। স্থানীয় খেলোয়াড়দের বেশি সুযোগ তৈরি করে দিতে এই সিদ্ধান্ত। এ বছর আমরা একবার চেষ্টা করে দেখতে চাই কীভাবে এটা কাজ করে। প্রস্তাবটা এসেছে বোর্ড ও ক্লাব, উভয় পক্ষ থেকেই।’
ঢাকা লিগের ঐতিহ্য অনেক পুরোনো। এই লিগে খেলেছেন ওয়াসিম আকরাম, অর্জুনা রানাতুঙ্গা, সনাৎ জয়াসুরিয়ার মতো বিশ্বকাপজয়ী তারকারা। সাবেক অধিনায়ক ও বর্তমানে বিসিবির ম্যাচ রেফারি রকিবুল হাসানের জানা মতে, আগে কখনো বিদেশি ক্রিকেটারবিহীন প্রিমিয়ার লিগ দেখা যায়নি, ‘১৯৭৫-৭৬ মৌসুমে মোহামেডানে প্রণব রায়কে (ভারতীয় কিংবদন্তি পঙ্কজ রায়ের ছেলে) নিয়ে এসেছিলাম। এই রীতিতে কোনো বিরতি আমি দেখিনি। কখনো কখনো বিদেশি ক্রিকেটারের সংখ্যায় পরিবর্তন এসেছে। তবে রীতিতে ছেদ পড়েছে, এটা আমার মনে পড়ে না।’
১৫ মার্চ শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ। বিকেএসপির মাঠকে বিশ্রাম দেওয়া ও মিরপুরে আন্তর্জাতিক ম্যাচের ব্যস্ততা থাকায় শুরুর তিন-চারটা রাউন্ড কক্সবাজার ও চট্টগ্রামে হবে বলে জানিয়েছেন সিসিডিএম প্রধান। তার আগে দল বদল ৩,৪ ও ৫ মার্চ। এবার নিজেদের মতোই ক্লাব বাছাইয়ের সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা।
গতবার ঢাকা প্রিমিয়ার লিগের আগে একটি টি-টুর্ণামেন্টের আয়োজন করেছিল সিসিডিএম। এবারও সেটি হবে। কাজী এনাম বলছেন,‘ এ বছরের মৌসুম যেহেতু একটু দেরিতে শুরু হচ্ছে, টি-টোয়েন্টি লিগটা হবে সুপার লিগের পর। ক্লাবগুলোর মতামত নিয়েই আমরা করছি। টি-টোয়েন্টিটা হবে সুপার লিগের ছয়টি দল নিয়ে। সেখানে তারা পাঁচটা ম্যাচ খেলার সুযোগ পাবে। যারা উঠতে পারবে না সুপার লিগ, এই দলগুলো থেকে শীর্ষ ছয়টি দল তিনজন ক্রিকেটার নিতে পারবে।’