দেশে পৌঁছেছেন ইউক্রেনে হামলার শিকার জাহাজের ২৮ নাবিক

ইউক্রেনে হামলার শিকার জাহাজের ২৮ নাবিক দেশে এসে পৌঁছেছেন
ইউক্রেনে হামলার শিকার জাহাজের ২৮ নাবিক দেশে এসে পৌঁছেছেন

ইউক্রেনে হামলার শিকার জাহাজের ২৮ নাবিক রোমানিয়া থেকে দেশে পৌঁছেছেন। আজ (বুধবার, ৯ মার্চ) দুপুরে বাংলার সমৃদ্ধি জাহাজের ওই নাবিকরা ঢাকায় পৌঁছান।

এর আগে মঙ্গলবার (৮ মার্চ) রাতে রোমানিয়া থেকে ২৮ নাবিক তুরস্কের এয়ারলাইনসের একটি ফ্লাইটে রওনা দেন। বুধবার বেলা সাড়ে ১২ টায় তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন।

ইউক্রেনে রুশ হামলার কারনে দেশটির অলভিয়া বন্দরে ২৯ জন নাবিক নিয়ে আটকা পড়েছিল ‘বাংলার সমৃদ্ধি’। বন্দরটিতে ২২ ফেব্রুয়ারি পৌঁছে বাংলাদেশ শিপিং করপোরেশনের এই জাহাজটি। ওখান থেকে সিরামিকের কাঁচামাল নিয়ে ইতালিতে যাওয়ার কথা থাকলেও যুদ্ধ শুরুর কারনে দেশে ফিরতে পারেনি ও ইতালিও যেতে পারেনি।

এরই মধ্যে ২ মার্চ জাহাজে রকেট হামলার কারনে জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান। পরদিন ৩ মার্চ অক্ষত অবস্থায় জাহাজটি থেকে ২৮ নাবিককে সরিয়ে নিয়ে নিরাপদ বাঙ্কারে রাখা হয়।  ওখান থেকে তাদেরকে প্রথমে মলদোভা, পরে রোমানিয়া নিয়ে আসা হয়। রুমানিয়া থেকেই তাদেরকে দেশে নিয়ে আসা হয়েছে।

উল্লেখ্য, ইউক্রেন থেকে ২৮ নাবিক নিরাপদে দেশে ফিরে আসলেও হাদিসুর রহমানের মৃতদেহ আনা  সম্ভব হয়নি।

আরও পড়ুন : বাংলাদেশ ও আমিরাতের মধ্যে ৪টি সমঝোতা স্মারক সই