নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন সুনিল গাভাস্কার

নিজের মন্তব্যের ক্ষমা চাইলেন সুনিল গাভাস্কার
নিজের মন্তব্যের ক্ষমা চাইলেন সুনিল গাভাস্কার

ভারতের বিপক্ষে শেন ওয়ার্নের বোলিং গড় নিয়ে করা নিজের মন্তব্যের ক্ষমা চাইলেন সুনিল গাভাস্কার। সেকারণে অস্ট্রেলিয়ান লেগ স্পিনার শেন ওয়ার্নকে সর্বকালের সেরা স্পিনার মানতেও নারাজ ভারতীয় ব্যাটার সুনিল গাভাস্কার।

এক সাক্ষাৎকারে এমন মন্তব্যের পর ক্রিকেটপ্রেমীদের তোপের মুখে ক্ষমা চাইলেন কিংবদন্তি ব্যাটার গাভাস্কার। সোমবার নিজের সেই মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও আপলোড করেছেন গাভাস্কার।

ওই সাক্ষাৎকার সম্পর্কে গাভাস্কার আরও বলেন, ‘টিভি উপস্থাপকের এক প্রশ্নের উত্তরে ওয়ার্ন সর্বকালের সেরা স্পিনার কি না, সে বিষয়ে আমি আমার মতামত দিয়েছি। তবে অমন প্রশ্ন করা আমাকে উচিৎ হয়নি এবং আমারেও এরকম উত্তর দেয়া ঠিক হয়নি। কেননা, তুলনা বা সমালোচনা করার মতো উপযুক্ত সময় তা কখনওই ছিল না।’

আরও পড়ুন : সংযুক্ত আরব আমিরাত গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা