ঐতিহাসিক ৭ মার্চ আজ

জাদুকরি ভাষণের ঐতিহাসিক ৭ মার্চ আজ।
জাদুকরি ভাষণের ঐতিহাসিক ৭ মার্চ আজ।

পাকিস্তানের শৃঙ্খল থেকে মুক্তি পেতে যে ভাষণে উদ্বুদ্ধ হয়ে বীর বাঙালী মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সেই মোহনীয়, জাদুকরি ভাষণের ঐতিহাসিক ৭ মার্চ আজ। এই ভাষণে বাঙালির পরাধীনতার শৃঙ্খল ভাঙার চূড়ান্ত প্রেরণা।

কাঙ্খিত স্বাধীনতা লাভের প্রত্যয়ে ১৯৭১ সালের এই দিনে ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানের (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বলে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন।

জাতির জনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রামাণিক দলিল এবং বিশ্বে সর্বাধিকবার প্রচারিত ও শ্রবণকৃত ভাষণ। বিশ্বময় আলোচিত ও আন্দোলিত ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বাঙালির স্বাধীনতা ও জাতীয়তা বোধ জাগরণের ও মুক্তির মন্ত্র। বঙ্গবন্ধুর এই ভাষণের মধ্য দিয়ে বাঙালী বুঝে যায়, তাদের পরবর্তী করণীয় কয়?

লক্ষ লক্ষ মুক্তিকামী জনতার উপস্থিতিতে বঙ্গবন্ধু বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘‘রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব; এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব, ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয়বাংলা।’’ যে আওয়াজ বিশ্বচরাচরের সকল বাঙালীকে আজও আন্দোলিত করে।

স্বাধীনতা লাভের ৪৭ বছর রে ২০১৭ সালের ৩০ অক্টোবর জাতির জনকের ঐতিহাসিক এই ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো (জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা)।

আরও পড়ুন : প্রায় দেড় মাস পর ক্লাসে ফিরেছে প্রাথমিকের শিক্ষার্থীরা