হোম আন্তর্জাতিক রুশ সেনাবাহিনীর দীর্ঘ বহর কিয়েভ এর কাছাকাছি

রুশ সেনাবাহিনীর দীর্ঘ বহর কিয়েভ এর কাছাকাছি

রুশ সেনাবাহিনীর দীর্ঘ বহর কিয়েভ এর কাছাকাছি
রুশ সেনাবাহিনীর দীর্ঘ বহর কিয়েভ এর কাছাকাছি

ইউক্রেনের রাজধানী অভিমুখে অগ্রসরমান রুশ সেনাবাহিনীর দীর্ঘ বহর এখন কিয়েভের কাছাকাছি বলে জানা গেছে। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, প্রায় ৪০ মাইল দীর্ঘ ওই বহরটি এখন কিয়েভ থেকে মাত্র প্রায় ১৫ মাইল দূরে অবস্থান করছে।

এর আগে রুশ হামলার সপ্তম দিনে ইউক্রেনের গুরুত্বপূর্ণ খেরসন রুশ সেনাদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার খবর পাওয়া গেছে। এরমধ্যে খারকিভসহ আরও কয়েকটি শহরে হামলার প্রস্তুতি চলছে।

এদিকে, মার্কিন প্রতিরক্ষা দপ্তরের জ্যেষ্ঠ এক কর্মকর্তা সিএনএন-কে জানিয়েছেন, রাজধানী কিয়েভের কাছাকাছি অবস্থান করছে বিশাল রাশিয়ান কনভয়। সেখানে ভয়ঙ্কর যুদ্ধের অশংকা করছেন এই মার্কিন কর্মকর্তা।

আরও পড়ুন : রাশিয়ায় সব ধরনের পণ্য বিক্রি বন্ধ করবে অ্যাপল