হোম আন্তর্জাতিক ইউক্রেনে রাশিয়ান তেল পাইপলাইনে বিস্ফোরণ

ইউক্রেনে রাশিয়ান তেল পাইপলাইনে বিস্ফোরণ

ইউক্রেনের পূর্বাঞ্চলে একটি রাশিয়ান তেল পাইপলাইনে বিস্ফোরণ ঘটেছে।
ধ্রুঝবা পাইপলাইন

ইউক্রেনের পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা একটি রাশিয়ান তেল পাইপলাইনে বিস্ফোরণ ঘটেছে। ধ্রুঝবা (বাংলা অর্থ বন্ধুত্ব) নামে ওই পাইপলাইন দিয়ে রাশিয়া থেকে পূর্ব ও মধ্য ইউরোপের বিভিন্ন প্রান্তে তেল সরবরাহ করা হয়। খবর এএফপির।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ধ্রুঝবা পাইপলাইনের মস্কোপন্থি শহর লুহানস্ক অংশে শক্তিশালী বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা আরআইএ নভোস্তি। বার্তা সংস্থাটির পাঠানো ছবিতে পাইপলাইন থেকে আগুনের কুণ্ডলী ওপরে উঠতে দেখা গেছে।

এদিকে রুশ গণমাধ্যম আরও জানিয়েছে, পাইপলাইনে বিস্ফোরণের এক ঘণ্টার মধ্যে লুহানস্কে আরেকটি বিস্ফোরণ ঘটেছে। উভয় বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।

এতে বিশ্লেষকগণ রাশিয়ার ইউক্রেন আক্রমণের আশঙ্কা আরও বেড়ে গেছে।

আরও পড়ুন : চিত্রনায়িকা একার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ