দক্ষিন আফ্রিকাকে লজ্জায় ফেলল নিউজিল্যান্ড

ম্যাট হেনরির বোলিং তোপে দক্ষিন আফ্রিকাকে লজ্জায় ফেলল নিউজিল্যান্ড।
ম্যাট হেনরির উল্লাস

ঘরের মাঠে ম্যাট হেনরির বোলিং তোপে দক্ষিন আফ্রিকাকে লজ্জায় ফেলল নিউজিল্যান্ড।   ট্রেন্ট বোল্টের চোটে মিললো সুযোগ। আর সেই সুযোগটা দুই হাতে লুফে নিলেন ম্যাট হেনরি।

ম্যাট হেনরির বিধ্বংসী বোলিংয়ে ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনে মাত্র ৯৫ রানে গুটিয়ে গেছে প্রোটিয়ারা। প্রথমে ব্যাট করতে নেমে ১৯৩২ সালের পর এবারই প্রথম একশর নিচে গুটিয়ে গেলো দক্ষিণ আফ্রিকা। ৯০ বছর পর এমন লজ্জায় পড়া দলটি নিউজিল্যান্ডের বিপক্ষে দেখলো তাদের সর্বনিম্ন টেস্ট ইনিংস। হেনরি একাই নেন ৭ উইকেট।

ঘরের মাঠে যৌথভাবে সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়েছেন হেনরি।  টেস্ট ইতিহাসে যৌথভাবে যেটা তৃতীয় সেরা বোলিং যার মাধ্যমে দক্ষিন আফ্রিকাকে লজ্জায় ফেলল হেনরিরা। অথচ এই টেস্টের আগে ক্যারিয়ারে ৫ উইকেটই ছিল না ডানহাতি এই পেসারের।

আরও পড়ুন : এমবাপ্পের শেষ মুহূর্তের গোলে রিয়ালকে হারিয়েছে পিএসজি