ইউরোপিয়ান দেশ রোমানিয়া বাংলাদেশ থেকে কর্মী নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। তিনি জানান, ‘তারা ৩৪০০ মূলতবি ভিসাসহ প্রায় ৫ হাজার ভিসা ইস্যু করবে।’
বাংলাদেশে রোমানিয়ার কোনো মিশন নেই। ভারতের দিল্লীস্থ মিশন থেকে রোমানিয়া বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করে।
পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় চলতি বছরের মার্চ থেকে ৩ মাসের জন্য ঢাকায় ৬ সদস্যের একটি কনস্যুলার টিম পাঠাবে। এই প্রথম তারা বিদেশে এই রকমের কোন কনস্যুলার মিশন পাঠাচ্ছে।
আরও পড়ুন : ৪৮ ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ