দ্বায়ীত্ব পালনকালে কিছু ব্যর্থতার কথা স্বীকার করেছেন সিইসি

দ্বায়ীত্ব পালনকালে কিছু ব্যর্থতার কথা স্বীকার করেছেন সিইসি
রাজধানীর নির্বাচন ভবনে বিদায়ী সংবাদ সম্মেলনে সিইসি সহ অন্যান্য কমিশনারবৃন্দ

টানা পাঁচ বছর নির্বাচন কমিশনের দ্বায়ীত্ব পালনকালে কিছু ব্যর্থতার কথা স্বীকার করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি বলেছেন, ‘সফলতার পাশাপাশি কিছু ব্যর্থতা হয়তো আছে, তবে পাঁচ বছরের নির্বাচনী ব্যবস্থা নিয়ে মোটেও বিব্রত নই’।

আজ (সোমবার, ১৪ ফেব্রুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে বিদায়ী সংবাদ সম্মেলনে সিইসি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার শাহাদাৎ হোসেন চৌধুরী করোনাভাইরাসে সংক্রমিত হওয়ায় উপস্থিত থাকতে না পারলেও অপর নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম ও কবিতা খানম উপস্থিত ছিলেন। বিশেষ কারনে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার উপস্থিত ছিলেন না বলে জানিয়েছেন তিনি নিজেই।

পৌনে দুই ঘণ্টা স্থায়ী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়ার পাশাপাশি নানা বিষয়ে খোলামেলা কথা বলেছেন বিদায়ী সিইসি নূরুল হুদা।

বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন,  ‘রাজনৈতিক দলগুলো সংলাপে এসেছে, সবাইকে সময় দেয়া সত্ত্বেও পরবর্তীতে তারা নির্বাচনে যাবে না ও নির্বাচন করবে না বলে নানা শর্ত দেয়ায় সবার আস্থা অর্জন করতে পারিনি।

উল্লেখ্য, সংবিধানের নির্দেশনা অনুযায়ী কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের আজই শেষ দিন। ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি শপথ নেওয়ায় আজ পাঁচ বছর পূর্ণ হলো।

আরও পড়ুন : ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ