২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ

দেশের নয়টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় (এইচএসসি) পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। এবার সর্বোচ্চ ফল বা জিপিএ-৫ অর্জন করা শিক্ষার্থীরা সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন।

রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে ফলাফল হস্তান্তর করেন। গণভবন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ফল প্রকাশের আনুষ্ঠানিকতা ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

মহামারী করোনার কারনে ২০২০ সালে অটো পাশ দেয়া হলেও ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় সরকার উদ্যোগী হয় কমপক্ষে কয়েকটি বিষয়ে পরীক্ষা গ্রহণের। সেই চেষ্টা থেকেই মহামারি পরিস্থিতিতে এবার সংক্ষিপ্ত সিলেবাসে গ্রুপভিত্তিক তিনটি নৈর্বচনিক পরীক্ষা গ্রহণ করা হলেও বাংলা, ইংরেজি সহ অন্যান্য আবশ্যিক বিষয়গুলো  মূল্যায়ন করা হয় জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফল অনুযায়ী।

আরও পড়ুন : ক্লাব বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন চেলসি