আইপিএলের ২০২২ আসরের নিলাম চলছে ভারতের আইটি রাজ্য বেঙ্গালুরুতে। নিলামের প্রথম দিনে হয় মারকুই তালিকার খেলোয়াড়দের নিলাম।
ইতিমধ্যে মারকুই তালিকায় অন্তর্ভূক্ত ছিলেন শ্রেয়াস আইয়ার, কাগিসু রাবাদা, ট্রেন্ট বোল্ট, কুইন্টন ডি কক, শিখর ধাওয়ান, প্যাট কামিন্স, রবীচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, ডেভিড ওয়ার্নার ও ফাফ ডু প্লেসিস।
২ কোটি টাকা ভিত্তিমূল্য থেকে তাদের নিলাম শুরু হয়। দেখা যাক ভিত্তিমূল্য ছাপিয়ে কে কত দামে বিক্রি হলেন-
শ্রেয়াস আইয়ার- ১২ কোটি ২৫ লাখ (কলকাতা নাইট রাইডার্স)
কাগিসু রাবাদা- ৯ কোটি ২৫ লাখ (পাঞ্জাব কিংস)।
ট্রেন্ট বোল্ট- ৮ কোটি (রাজস্থান রয়্যালস)।
কুইন্টন ডি কক- ৬ কোটি ৭৫ লাখ (লক্ষ্ণৌ সুপার জায়ান্টস)।
শিখর ধাওয়ান- ৮ কোটি ২ লাখ রুপি (পাঞ্জাব কিংস)।
প্যাট কামিন্স- ৭ কোটি ২৫ লাখ (কলকাতা নাইট রাইডার্স)।
রবীচন্দ্রন অশ্বিন- ৫ কোটি (রাজস্থান রয়্যালস)।
মোহাম্মদ শামি- ৬ কোটি ২৫ লাখ (গুজরাট টাইটান্স)
ডেভিড ওয়ার্নার- ৬ কোটি ২৫ লাখ (দিল্লি ক্যাপিটালস)।
ফাফ ডু প্লেসিস- ৭ কোটি (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)
আরও পড়ুন : রিয়ালের কাছে বার্সার পরাজয়