করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়েছে

করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়ে আগের সব রেকর্ড ছাড়িয়েছে।
ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হিসাবে আগের সব রেকর্ড ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩৩ লাখ ১৩ হাজার ৯১৫ জন। একই সময়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৮৮৪ জন। এছাড়া একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১২ লাখ ২৯ হাজার ৭৯০ জন।

এ নিয়ে সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৯২৩ জনে। তাদের মধ্যে মারা গেছেন ৫৫ লাখ ৪৬ হাজার ৭৫৩ জন। এছাড়া সুস্থ হয়েছেন ২৬ কোটি ৫২ লাখ ৬১ হাজার ১৮০ জন।

বিশ্বময় করোনাভাইরাস ছড়িয়ে পড়ার শুরু থেকেই বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত হালনাগাদ তথ্য দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস শনিবার (১৫ জানুয়ারি) সকালে এ তথ্য জানায়।

ওয়েবসাইটটি আরও জানায়, ‘এর আগের ২৪ ঘণ্টায় ৩১ লাখ ৭৫ হাজার ৫৪৮ জন করোনা রোগী শনাক্ত এবং ৭ হাজার ২৯৯ জনের মৃত্যু হয়। সেই হিসাবে একদিনের ব্যবধানে শনাক্ত ও মৃত্যু দুটোই বেড়েছেই।’

মৃত্যু ও আক্রান্তের দিক থেকে তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। একই সময়ে মারা গেছেন ২ হাজার ১২৭ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৫৩ লাখ ৪০ হাজার ৭৪২ জন এবং মারা গেছেন ৮ লাখ ৬৯ হাজার ৩৯০ জন।

অপরদিকে প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৮২০ জন, মারা গেছেন ৭৩৯ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ১ কোটি ৭ লাখ ৪৭ হাজার ১২৫ জন এবং মারা গেছেন ৩ লাখ ১৯ হাজার ৯১১ জন।

একই হিসাবে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪৩০ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন ২ লাখ ৬৭ হাজার ৩৪৫ জন, সুস্থ হয়েছেন ১ লাখ ১৩ হাজার ৪০৭ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় কানাডায় ১২৭ জন, দক্ষিণ আফ্রিকায় ১২৮ জন, কলম্বিয়ায় ১০৬ জন, স্পেনে ১৩৯ জন, ইউক্রেনে ১৪০ জন, মেক্সিকোতে ১৪৮ জন, তুরস্কে ১৬৭ জন ও ভিয়েতনামে ১৭১ জন আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন : ছড়িয়ে পড়ছে ওমিক্রন