অ্যাগারের হ্যাটট্রিকে অস্ট্রেলিয়ার বিশাল জয়

ঢাকা: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচেই মাইলফলক ছুঁলেন অ্যাশটন অ্যাগার ৷ দক্ষিণ আফ্রিকাকে ১০৭ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া৷ বল-বিকৃতিকাণ্ডের পর দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার মাঠে নামলেন স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার ৷

ওয়ান্ডারার্সে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হ্যাটট্রিক করেন অ্যাগার ৷ সেই সঙ্গে ব্রেট লি’র সঙ্গে একই আসনে বসলেন বাঁহাতি অসি স্পিনার৷ ১৯৭ রান তাড়া করতে নেমে ১৪.৩ ওভারে মাত্র ৮৯ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা ৷ প্রোটিয়া ইনিংসের অষ্টম ওভারে হ্যাটট্রিক পূর্ণ করেন অ্যাগার ৷ সাবেক প্রোটিয়া অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি, পেহলুখাওয়া ও ডেল স্টেইনকে ব্যাক টু ব্যাক ডেলিভারিতে ফেরান অ্যাগার ৷

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় অসি বোলার হিসেবে হ্যাটট্রিক করেন অ্যাগার ৷ এর আগে ২০০৭ বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার হয়ে প্রথম টি-টোয়েন্টি সংস্করণে হ্যাটট্রিক করেছিলেন ব্রেট লি ৷ এদিন কিংবদন্তি পেসারের রেকর্ড ছুঁলেন অ্যাগার ৷ তাঁর স্পিনের বিরুদ্ধে তাসের ঘরের মতো ভেঙে পড়ে প্রোটিয়া ইনিংস৷ ৪ ওভারে ২৪ রান খরচ করে দক্ষিণ আফ্রিকার পাঁচটি উইকেট তুলে নেন এই বাঁ-হাতি অসি স্পিনার ৷

দক্ষিণ আফ্রিকার স্কোর ৪ উইকেটে ৪০ রানের সময় এদিন বল করতে আসেন অ্যাগার ৷ অর্থাৎ প্রোটিয়া ইনিংসের বাকি ছয়টি উইকেটের মধ্যে পাঁচটি তুলে নিয়ে ম্যাচের সেরা হন তিনি ৷ এদিন প্রথম ব্যাটিং করে ওয়ান্ডারার্সে দাপট দেখান অস্ট্রেলিয় ব্যাটসম্যানরা ৷ ডেভিড ওয়ার্নার ব্যর্থ হলেও অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও স্টিভ স্মিথের চওড়া ব্যাট অস্ট্রেলিয়াকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেয় ৷ দ্বিতীয় উইকেটে ৪৮ বলে ৮০ রান যোগ করে ফিঞ্চ-স্মিথ জুটি ৷

ফিঞ্চ ২৭ বলে ছয়টি বাউন্ডারি ও একটি ছক্কাসহ ৪২ রান করেন ৷ আর স্মিথ ৩২ বলে পাঁচটি বাউন্ডারি ও একটি ছক্কায় ৪৫ রান করেন ৷ এছাড়াও অ্যালেক্স ক্যারি ২২ বলে ২৭ এবং অ্যাগার ৯ বলে ২০ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে ১৯৬ রানে পৌঁছে দেন ৷ এই রান তাড়া করতে নেমে অ্যাগারের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে দক্ষিণ আফ্রিকা।