আজ অবধি যে ১০টি গান ইউটিউবে সবচেয়ে বেশি ভিউ পেয়েছে জেনে নেয়া যাক সে সম্পর্কে। কেননা পৃথিবীতে ভিডিও দেখার জন্য সবচেয়ে বড় ও জনপ্রিয় সাইট হচ্ছে ইউটিউব।
বিলিয়ন বিলিয়ন ভিডিও রয়েছে ইউটিউবে। তার মধ্যে রয়েছে কোটি কোটি গান। অনেক ধরণের ভিডিওর মধ্যে ইউটিউবে মিউজিক ভিডিওগুলোর ভিউ অত্যন্ত বেশি। এতো এতো গানের মধ্যে যে ১০টি গান ইউটিউবে সবচেয়ে বেশি বার দেখা হয়েছে আলোচনা করব সেগুলোর বিষয়ে।
গানগুলো সাজানো হয়েছে ১ থেকে ১০ ক্রমে।
১। তালিকায় প্রথম অবস্থানে রয়েছে কালজয়ী গান “Despasito”. “Luis Fonsi” ও “daddy yanki”-র গাওয়া এই গানটি আলোড়ন সৃস্টি করেছিল পুরো বিশ্বে। ২০১৭ সালের ১৩ জানুয়ারী মুক্তি পায় সর্বোচ্চ ভিউ পাওয়া ও সবচেয়ে হিট গানটি।
সর্বশেষ গানটি ৬ দশমিক ৮ বিলিয়ন বার দেখা হয়েছে ইউটিউবে। এটিই এখন পর্যন্ত ইউটিউবে সবচেয়ে বেশি বার দেখা ভিডিও।
২। তালিকার ২য় নম্বরে আছে “Ed sheeran” এর গাওয়া আরেকটি গান “shape of you”- গানটি। চমৎকার এই গানটি মিউজিক আর একই সাথে তালের কারণে রাতারাতি হিট হয়ে যায়। ২০১৭ সালের ৩০ জানুয়ারি ইউটিউবে মুক্তি পায় গানটি।
সর্বশেষ ৪ দশমিক ৮ বিলিয়ন বার দেখা হয়েছে এই গানটি।
৩। তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে জনপ্রিয় “charli puth” ও “wiz khalifa”-র গান “see you again “। ফাস্ট এন্ড ফিউরিয়াস ছবির জনপ্রিয় নায়ক প্রয়াত “পল ওয়াকার”-এর স্মরণে গাওয়া হয় গানটি। ২০১৫ সালের ৭ই এপ্রিল ইউটিউবে রিলিজ হয় গানটি।
সর্বশেষ গানটি ৪ দশমিক ৬ বিলিয়ন বার দেখা হয়েছে ।
৪। তালিকায় চার নম্বরে আছে বিশ্ব বিখ্যাত আমেরিকান পপ শিল্পী “ব্রুনো মার্স” এর “uptown funk” গানটি। এই গানটি ইউটিউবে মুক্তি পায় ২০১৪ সালের ১৯ শে নভেম্বর।
সর্বশেষ এই গানের মোট ভিউ ৩ দশমিক ৮ বিলিয়ন।
৫। তালিকায় পঞ্চম স্থানে আছে জনপ্রিয় কোরিয়ান শিল্পী “psy” এর গাওয়া “gangnam style” গানটি। ২০১২ সালে রিলিজ হওয়া এই গানটি ইউটিউবে মুক্তি পায় আরও কিছুদিন পরে। মুক্তির পর থেকেই ঝড় তুলেছিল পুরো বিশ্বে।
সর্বশেষ এই গানটি ৩ দশমিক ৬ বিলিয়ন বার দেখা হয়েছে।
৬। তালিকায় ৬ নম্বরে আছেন বিশ্বের জনপ্রিয় কণ্ঠশিল্পী “justin bieber” এর “sorry” গানটি। ২০১৫ সালের অক্টোবরে ইউটিউবে রিলিজ হয় গানটি।
সর্বশেষ গানটি ৩ দশমিক ৩ বিলিয়ন বার ভিউ হয়েছে।
৭। তালিকায় সপ্তম অবস্থানে আছে জনপ্রিয় আমেরিকান ব্যান্ড “মেরুন 5 “- এর “suger’’ গানটি। গানটি মুক্তি পায় ২০১৫সালের ১৪ই জানুয়ারি।
সর্বশেষ গানটি ইউটিউবে ৩ দশমিক ২ বিলিয়ন বার দেখা হয়েছে।
৮। তালিকায় ৮ নম্বরে আছে জনপ্রিয় সংগীত শিল্পী “কেটি পেরি”-র গাওয়া “roar” গানটি। ২০১৩ সালের সেপ্টেম্বর এ ইউটিউবে মুক্তি পায় গানটি।
সর্বশেষ এই গানের মোট ভিউ ৩ দশমিক ১ বিলিয়ন।
৯ । তালিকায় নবম স্থানে আছে জনপ্রিয় ব্রিটিশ শিল্পী “এড সিরান” এর গাওয়া “thinking out loud”– গানটি। ২০১৪ সালের ১৭ ই অক্টোবর ইউটিউবে রিলিজ হয় গানটি।
সর্বশেষ এই গানটি ৩ বিলিয়ন বার দেখা হয়েছে ইউটিউবে।
১০। তালিকায় দশ নম্বরে আছে যৌথভাবে দুটি গান। ”টেইলর সুইফট “ এর “shake it of” এবং “ওয়ান রিপাবলিক” ব্যান্ড এর “counting stars” এই দুইটি গান।
দুইটি গানের ভিউ-ই সর্বশেষ ২ দশমিক ৯ বিলিয়ন।
আরও পড়ুন : দেশান্তরী বিষয়ে শাকিব খান কী বলেন?