চলন্ত ট্রেনে উঠতে গিয়ে খুবি অধ্যাপকের মৃত্যু

খুলনা: দৌড়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অধ্যাপক মিজানুর রহমানের (৬৫) মৃত্যু হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে খুলনা স্টেশনে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর হাবিলদার ওহিদ খান বলেন, অধ্যাপক ভোরে খুলনা স্টেশনের ৩নং প্ল্যাটফর্ম থেকে বেনাপোলগামী সদ্য ছেড়ে দেওয়া একটি ট্রেনে দৌড়ে উঠতে যান। তিনি ট্রেনের দরজার হ্যান্ডেল ধরে রাখতে চেষ্টা করেন। কিন্তু দৌড়ে ওঠার কারণে হাঁপিয়ে গিয়েছিলেন এবং হ্যান্ডেল ধরে রাখতে পারেননি। ট্রেন আর প্ল্যাটফর্মের মাঝখানে পড়ে যান মুহূর্তেই। ট্রেনে তার ডান হাত-পা কাঁটা পড়ে। স্থানীয়দের সহযোগিতায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।