দিন ও রাতের তাপমাত্রা কমায় শৈত্য প্রবাহে কাপছে দেশ। আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে। বিশেষ করে খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের বেশিরভাগ জায়গায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।
সোমবার (২০ ডিসেম্বর) রাজধানীতে তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস, গতকাল ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়ায় আজকের তাপমাত্রা ৮.৮ ডিগ্রি সেলসিয়াস, গতকাল ছিল ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়ায় ৫ দিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের সবচেয়ে কম তাপমাত্রা আজ চুয়াডাঙ্গায়। সেখানে আজ তাপমাত্রা ৭.৪ ডিগ্রি সেলসিয়াস।
দিনাজপুর আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৮৪ শতাংশ, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪-৬ কিলোমিটার। এছাড়া সৈয়দপুর ১১.০, রাজারহাট ১০, রংপুর ১২.২ ডিমলা ১২.৫, রাজশাহী ১০.৪, শ্রীমঙ্গল ১২.৩ ডিগ্রি সেলসিয়াস।
তিনি আরও জানান, যশোর, চুয়াডাঙ্গা, বদলগাছি (নওগাঁ), রাজারহাট (কুড়িগ্রাম), তেঁতুলিয়াসহ দেশের আরও কয়েক জায়গায় শৈত্যপ্রবাহ বিরাজ করছে।
আরও পড়ুন : এই শীতে ঘুরে আসুন ছুটি রিসোর্ট