চট্টগ্রাম মহানগরীতে গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য আগামী শনিবার (১১ ডিসেম্বর) থেকে হাফ ভাড়া কার্যকরের ঘোষণা দিয়েছে পরিবহন মালিক সমিতি।
রোববার (৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনটির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।
কিছু শর্ত জুড়ে দিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, কেবল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ছাত্র/ছাত্রীদের জন্য হাফ ভাড়া কার্যকর থাকবে। তবে ছাত্র/ছাত্রীদেরকে তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ড প্রদর্শন করতে হবে।
আরও পড়ুন : গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নেওয়ার সিদ্ধান্ত