অমর একুশে আজ; একুশ হোক প্রতিজ্ঞার, শুদ্ধ বাংলা চর্চার।

সর্বত্র বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা, একাধিক ভাষার মিশ্রনে কথা না বলা, শুদ্ধ শব্দ-বাক্য ও বানান চর্চা, ভুল প্রয়োগ ও ভুল উচ্চারণমুক্ত হোক আ’মরি বাংলা ভাষা। এটাই হবে সকল ভাষা শহীদের রক্তের মর্যাদা রক্ষায় ও শ্রদ্ধা জ্ঞাপনে সর্বোত্তম।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক আমতলায় ছাত্র সমাবেশের ছবি। এখানেই ১৪৪ ধারা ভঙ্গের সিদ্ধান্ত হয়েছিলো। এই সিদ্ধান্তই ইতিহাস তৈরি করেছিলো। রাজপথে বাঙালির রক্ত ঝরেছিলো। বাংলা ভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠার দাবিতে রক্ত দিয়ে রচিত হলো বস্তুত ইতিহাসের নতুন অধ্যায়। একুশের রক্ত বাঙালিকে শিখালো অন্যায়ের কাছে মাথা নত না করতে।
বাঙালি মরতে শিখলো। কেউ তাদের দাবিয়ে রাখতে পারবে না – এই প্রত্যয়ও দৃঢ় হলো। একুশের পথ ধরেই বাঙালি জাতিসত্তার নব জাগরণ, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়।
ভাষা শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ।