চট্টগ্রাম টেস্টে ৮ উইকেটে জয় পাকিস্তানের

এই হারের মধ্য দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ যাত্রা শুরু হলো বাংলাদেশের।

৮ উইকেটে জিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করল পাকিস্তান। এই হারের মধ্য দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ যাত্রা শুরু হলো বাংলাদেশের। জয়সূচক চারের মারটি আসে আজহার আলীর ব্যাট থেকে। ৫৯তম ওভারে মেহেদী হাসান মিরাজকে টানা দুটি চার মেরে দলের জয় নিশ্চিত করেন তিনি।

এর আগে প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির পথে ছিলেন আবিদ আলী। কিন্তু নব্বইয়ের ঘরে এলবিডব্লিউর শিকার হন তাইজুল ইসলামের বলে। ১৪৮ বলে ১২টি চারের মারে তিনি ৯১ রান করেছিলেন। রিভিউ নিয়েও কোনো লাভ হয়নি।

বাংলাদেশ: প্রথম ইনিংসে ৩৩০/১০

পাকিস্তান: প্রথম ইনিংসে ২৮৬/১০

বাংলাদেশ: দ্বিতীয় ইনিংসে ১৫৭/১০ (বাংলাদেশের লিড ২০১)

পাকিস্তান: দ্বিতীয় ইনিংসে ২০৩/২ (বাবর ১৩*, আজহার ২৪*)