হোম বাংলাদেশ রাজনীতি হাফ ভাড়া দাবি আদায়ে ছাত্রলীগও মাঠে থাকবে: লেখক ভট্টাচার্য

হাফ ভাড়া দাবি আদায়ে ছাত্রলীগও মাঠে থাকবে: লেখক ভট্টাচার্য

গণপরিবহনে হাফ ভাড়া চেয়ে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে, তা যুক্তিসংগত ও বাস্তবিক বলছে বাংলাদেশ ছাত্রলীগ। শিক্ষার্থীদের দাবির প্রতি সংগঠনটির সংহতি ও সমর্থন রয়েছে বলে জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। যৌক্তিক এ দাবি আদায়ে ছাত্রলীগ মাঠে থেকে কাজ করবে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বারকলিপি দেবে বলেও জানান ছাত্রসংগঠনটির শীর্ষ এ নেতা।

একই সঙ্গে মঙ্গলবার (২৩ নভেম্বর) রাজধানীর সায়েন্সল্যাবে এক শিক্ষার্থীকে মারধর ও আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত নন বলেও দাবি করেন লেখক ভট্টাচার্য। তিনি বলেন, সায়েন্সল্যাবে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় বিভিন্ন সংবাদমাধ্যমে ছাত্রলীগকে জড়িয়ে যেসব সংবাদ প্রকাশ করেছে, তা মিথ্যা ও বানোয়াট। ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের একটি ঘটনাকে ছাত্রলীগের হামলা বলে চালিয়ে দেওয়া হয়েছে। আমরা এ ঘটনায় সংবাদপত্র অফিসে ছাত্রলীগের পক্ষ থেকে প্রতিবাদলিপি পাঠাবো।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, শিক্ষার্থীরা যে দাবি নিয়ে আন্দোলন করছেন, তা সফল করার জন্য মাঠে থেকে চেষ্টা চালাবে ছাত্রলীগ। এ দাবি বাস্তবায়নের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবে ছাত্রলীগের নেতারা। লেখক ভট্টাচার্য বলেন, শিক্ষার্থীরা যে দাবি জানিয়েছেস, তা যৌক্তিক। আমরা তাদের দাবির প্রতি সমর্থন জানাচ্ছি। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ বিষয়ে একটি স্মারকলিপি দেবো। শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে আমরাও মাঠে থেকে কাজ করবো।

তবে শিক্ষার্থীদের আন্দোলনের নামে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করে, তাদেরকে দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি জানিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

x