রাজধানীর সাইন্সল্যাবে ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ কয়েকটি কলেজের শিক্ষার্থীদের হাফ পাস দাবির আন্দোলনে ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিলটি শুরু হয়ে ভিসি চত্বর, মলচত্বর, শ্যাডো, অপরাজেয় বাংলা, মধুর ক্যান্টিন হয়ে ক্যাম্পাসের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে আবার রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সেই হামলার প্রতিবাদে ২৩ নভেম্বর রাত সাড়ে সাতটার দিকে ঢাবির টিএসসিতে জড়ো হন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।পরে তারা একটি মশাল মিছিল বের করে। মশাল মিছিলটি টিএসসি-রোকেয়া হলের গেট-ভিসি চত্বর -মালরো বাগান-কলাভবন-মধুর ক্যান্টিন-কেন্দ্রীয় মসজিদ -কেন্দ্রীয় লাইব্রেরী পার হয়ে পুনরায় ভিসি চত্বরে গিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়।
মিছিলোত্তর সমাবেশে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেছেন,”আজ দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় যে ছাত্ররা বায়ান্নের ভাষা থেকে শুরু করে ২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার, নিরাপদ সড়ক আন্দোলন এবং প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছে,আজ ছাত্রলীগের সন্ত্রাসীরা হলে- ক্যাম্পাসে- রাস্তায় তাদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। এর কারণ ছাত্রলীগ নেতাকর্মীরা বাস মালিকদের কাছ থেকে মাসিক মাসোহারা পায়। তারা এখন ছাত্রদের মানুষ মনে করে না। অবিলম্বে শিক্ষার্থীদের হাফ পাস দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপণ জারি করতে হবে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সাধারণ ছাত্রদের পাশে থাকবে”।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব বলেন, “২০১৮ সালে নিরাপদ সড়ক আন্দোলনের সময় অন্যতম একটি দাবি ছিল এই হাফ পাস।কিন্তু সরকার সেটা বাস্তবায়ন করে নি।কিন্তু আজ যখন শিক্ষার্থীরা হাফ পাসের দাবিতে আন্দোলন করছে। সেই আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে ছাত্রলীগ।
এসময় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি তারিকুল ইসলাম, ঢাবি শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেন । এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাকিল আহমেদ, ফরহাদ মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক রহমাতুল্লাহ রবিন নিহাল, মোঃ মাহমুদুল হাসান ঢাবি শাখার সহ-সভাপতি আসিফ মাহমুদ, ঢাবি ছাত্র সালেহ উদ্দিন সিফাত, নুসরাত তাবাসসুম, জাহিদ আহসানসহ শতাধিক নেতাকর্মী।