ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোর গেস্টরুমে নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। এ সময় তারা গণপরিবহণে হাফ পাসের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদও জানান।
সমাবেশে আগামী ১ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করার দাবি জানিয়ে বিন ইয়ামিন মোল্লা বলেন, ডাকসুসহ সারা দেশে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে ক্যাম্পাসগুলোতে গণতান্ত্রিক ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।
এ সময় আন্দোলনকারীরা ডাকসু নির্বাচন চাই, গেস্টরুম নির্যাতন বন্ধ কর, হলে হলে নির্যাতন বন্ধ কর, পলিটিক্যাল রুম বাতিল কর, হাফ পাস নিশ্চিত করা ইত্যাদি প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসাইন, সহ-সভাপতি আসিফ মাহমুদ, রোকেয়া জাবেদ মায়া প্রমুখ।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়। বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে রাজু ভাস্কর্য থেকে মিছিল শুরু হয়ে কলাভবন, মধুর ক্যান্টিন, সেন্ট্রাল লাইব্রেরি প্রদক্ষিণ করে আবার রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।