টঙ্গী সেতু দিয়ে যান চলাচল শুরু

৯ নভেম্বর ভোর রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী সেতুর কিছু অংশের স্লাব ধসে পড়ে।

গত ৯ নভেম্বর থেকে টানা ১১ দিন বন্ধ থাকার পর টঙ্গী সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হয়েছে। রাজধানীতে প্রবেশের অন্যতম পথ গাজীপুর জেলার টঙ্গী সেতুটির ধসে যাওয়া স্লাব সংস্কারের পর রোববার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর ভোর রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী সেতুর কিছু অংশের স্লাব ধসে পড়ে। পরে ওই সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সেতুর স্লাব সংস্কার করে বিআরটি কর্তৃপক্ষ। পরে রোববার দুপুর ১২টার দিকে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। প্রায় ১১ দিন ওই সেতু দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) মো. জাকির হাসান জানান, কয়েকদিন আগে সেতুটির স্লাবের কিছু অংশ ধসে পড়ে। এরপর থেকেই বেশ কয়েকদিন ওই সেতু দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়। পরে কর্তৃপক্ষ তা সংস্কার করলে রোববার দুপুর থেকে টঙ্গী সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।