পারস্য উপসাগর থেকে তেলবাহী জাহাজ আটক করেছে ইরান

পারস্য উপসাগর থেকে আড়াই লাখ লিটার চোরাই তেলবাহী একটি জাহাজ আটক করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। সোমবার আইআরজিসির পদস্থ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আলী ওজমায়ি এ খবর জানিয়ে বলেছেন, এ ঘটনায় জাহাজের ১১ ক্রু’কেও আটক করা হয়েছে।

ইরানের রাষ্টায়ত্ত সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। রেভোল্যুশনারি গার্ডের কমান্ডার কর্নেল আহমেদ হাজিজান এ সম্পর্কে বলেন, আমরা নিশ্চিত হয়েছি যে, আটককৃত ওই জাহাজটি ডিজেল চোরাচালানের সঙ্গে জড়িত।

ইতোমধ্যে জাহাজটির ১১ ক্রুয়ের সবাইকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে জাহাজটি কোন দেশের এবং এই বিপুল পরিমাণ ডিজেল কোথায় যাচ্ছিল- এ বিষয়ক কোনো মন্তব্য করেননি হাজিজান। এ সম্পর্কে রেভোলুশনারি গার্ডের কমান্ডার বলেন, ‘আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করলে সব তথ্য জানা যাবে। তার আগে এ নিয়ে মুখ খোলার উপায় নেই।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বিপর্যস্ত অবস্থায় আছে ইরানের অর্থনীতি। দেশের অর্থনীতি টিকিয়ে রাখার জন্য জ্বালানি তেল রফতানির ওপর নির্ভর করতে হচ্ছে দেশটিকে। এ পরিস্থিতিতে এই বিপুল পরিমাণ তেল চোরাচালান ও আটকের ঘটনাকে তাই ব্যাপক গুরুত্ব দিচ্ছে ইরানের সরকার।