হোম বাংলাদেশ কক্সবাজারে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ২

কক্সবাজারে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ২

কক্সবাজারের টেকনাফে কক্সবাজারগামী সিএনজি তল্লাশি করে ৯ হাজার ৮ শত পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টার দিকে রেজুখাল যৌথ চেকপোস্টে এ অভিযান চালানো হয়। আটককৃত দুই ব্যক্তি হলেন- উত্তর লেঙ্গর বিল এলাকার মো. জহির আহমেদের ছেলে মো. এনায়েত উল্লাহ (২০) এবং লম্বরী এলাকার মো. হোসাইনের ছেলে মো. আব্দুল আমিন (২০)।

বিজিবির উপ-পরিচালক মো. তাজমিলুর ইসলাম বলেন, নিজস্ব সংবাদের ভিত্তিতে কক্সবাজারগামী সিএনজি তল্লাশি করে সিএনজির ড্রাইভারের সিটের নীচে অতি কৌশলে লুকায়িত অবস্থায় ৩০ লক্ষ টাকা মূল্যের এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় একটি সিএনজি এবং দুইটি মোবাইল ফোন আটক করতে সক্ষম হই আমরা। জব্দকৃত মালামালসহ আসামীদেরকে রামু থানায় সোপর্দ করা হয়েছে।