বাংলাদেশের টস জয়, ব্যাটিংয়ের সিদ্ধান্ত

পাকিস্তানের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজ বাঁচিয়ে রাখতে হলে আজ (শনিবার) দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই।

পাকিস্তানের সাথে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে হেরে আজ মুখোমুখি হচ্ছে দ্বিতীয় ম্যাচে। যথারীতি প্রথম ম্যাচের মতোই টস জিতে ব্যাটিংয়ের  সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ।

পাকিস্তানের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজ বাঁচিয়ে রাখতে হলে আজ (শনিবার) দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই।

বাংলাদেশ একাদশে কোন পরিবর্তন না হলেও পাকিস্তান একটি পরিবর্তন এনেছে। পেসার হাসান আলীকে বিশ্রাম দিয়ে একাদশে অন্তর্ভুক্ত করা হয়েছে বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করা শাহীন শাহ আফ্রিদিকে।

বাংলাদেশ একাদশ :

মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

পাকিস্তান একাদশ :

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), শাদাব খান, ফখর জামান, শোয়েব মালিক, হায়দার আলী, হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, , মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ।