বাংলাদেশ কী পারবে সিরিজে টিকে থাকতে?

মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবারের লোস্কোরিং সেই ম্যাচে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত হার মানে স্বাগতিক বাংলাদেশ।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে দাপুটে জয় তুলে নিয়েছে পাকিস্তান। মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবারের লোস্কোরিং সেই ম্যাচে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত হার মানে স্বাগতিক বাংলাদেশ।

হারতে হারতে জিতে গিয়ে পাকিস্তান রয়েছে বেশ চনমনে। অপর দিকে স্বাভাবিকভাবেই বাংলাদেশ কিছুটা চাপে রয়েছে। আজকের ম্যাচ জয়ের মাধ্যমে বাংলাদেশ মনেপ্রাণে চাইবে সিরিজে টিকে থাকতে, পক্ষান্তরে পাকিস্তান চাইবে ম্যাচটিতে জয়লাভ করে সিরিজ নিশ্চিত করতে।

অপরিবর্তিত একাদশ নিয়েই দু’দলের নামার সম্ভাবনাই বেশি। শনিবার (২০ নভেম্বর) একই ভেন্যুতে অনুষ্ঠিতব্য ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।