খরগোশ আর কচ্ছপের ১ম অধ্যায় টা বেশি শুনেছি আমরা, গল্পের আরো ৩ টি অধ্যায় আছে। হয়তো কেও শুনেছি, কেও শুনিনি।

সেই আদি আমল থেকে খরগোশ আর কচ্ছপের গল্প আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা ১ম অধ্যায় টা বেশি শুনেছি।
গল্পের আরো ৩ টি অধ্যায় আছে। হয়তো কেও শুনেছি, কেও শুনিনি।

🔴
  • Save
১ম অধ্যায়ঃ এই অধ্যায়ে খরগোশ ঘুমিয়ে যায়, আর কচ্ছপ জিতে যায়।

প্রথমবার খরগোশ হেরে যাওয়ার পর বিশ্লেষণ করে দেখল হারার মূল কারণ-
‘খরগোশ এর অতিরিক্ত আত্মবিশ্বাস।’

🟢
  • Save
সারাংশঃ
খরগোশ থেকে পেলাম-
অতি আত্মবিশ্বাস যে কারো জন্য ই ক্ষতিকর।
কচ্ছপ থেকে পেলাম –
লেগে থাকলে সাফল্য আসবেই।

🔴
  • Save
২য় অধ্যায়ঃ
হেরে যাওয়ার পর খরগোশ আবারো কচ্ছপকে দৌড় প্রতিযোগিতা করতে বলে। কচ্ছপ এতে রাজী ও হয়। এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল।
কচ্ছপ ও আস্তে আস্তে দৌড় শেষ করল।

🟢
  • Save
সারাংশঃ
খরগোশ থেকে পেলাম –
দ্রুত এবং অবিচল ভাবে নিজের কাজে মন থাকলে দ্রুত সফল হওয়া যায়।

কচ্ছপ থেকে পেলাম –
ধীর স্থির ভাবে চলাফেরা ভালো, তবে গতি ও নির্ভরতা বেশী ভালো।

🔴
  • Save
৩য় অধ্যায়ঃ

কচ্ছপ এবার হেরে যাওয়ার তার একটু মন খারাপ হল।
সে আবারো খরগোশ কে আরেকটি দৌড় প্রতিযোগিতার আমন্ত্রন জানালো।
খরগোশ ও নির্দিধায় রাজী হয়ে গেল।

তখন কচ্ছপ বলল, “একই রাস্তায় আমারা ২ বার দৌড় দিয়েছি, এবার অন্য রাস্তায় হোক।”
খরগোশ বলল, “তাই হোক।”

নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু।
যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল।

কচ্ছপ ও তার পিছন পিছন আসতে শুরু করল।

কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌছাল, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারে নি।

কারন দৌড়ের শেষ সীমানার আগে একটি পানিপূর্ন খাল আছে।

কচ্ছপ খরগোশ এর দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌছে প্রতিযোগিতা জিতে গেল।
আর খরগোশ তাকিয়ে তাকিয়ে দেখল।

🟢
  • Save
সারাংশঃ
খরগোশ থেকে পেলামঃ শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, বুদ্বিদীপ্ত আচরণ ও প্রয়োজন।

কচ্ছপ থেকে পেলাম-
প্রথমে প্রতিযোগীর দুর্বলতা খুজে বের করতে হবে, সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।

গল্পের এখানে শেষ নয়-

🔴
  • Save
চতুর্থ অধ্যায়ঃ
এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহবান জানালো এই একই রাস্তায়।

কচ্ছপ ও রাজী।
কিন্তু এবার তারা ২ জন ঠিক করল, এবার দৌড় তারা ২ জন প্রতিযোগী হিসেবে দিবে না।
এবার তারা দৌড়াবে সহযোগী হিসেবে।

শুরু হল প্রতিযোগিতা।
খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে চলে গিয়ে খালের সামনে থামলো।

কচ্ছপ খরগোশ এর পিঠ থেকে নেমে গেল।
এবার খরগোশ কচ্ছপের পিঠে উঠে খাল পার হল।
তারপর আবার কচ্ছপ খরগোশ এর পিঠে উঠে বাকী দৌড় শেষ করল।
এবার ২ জনের ই জয় হল।

🟢
  • Save
সারাংশঃ
স্বতন্ত্র দক্ষতা থাকা খুবই ভালো। কিন্তু দলবদ্ব হয়ে একে অপরের মূল দক্ষতাকে কাজে লাগাতে পারলেই সার্বিক সফলতা নিশ্চিত করা যায়।