ময়মনসিংহের ভালুকা উপজেলায় ড্রাম ট্রাকের চাপায় মো. আফাজ উদ্দিন (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের পাড়াগাঁও গুচ্ছ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফাজ উদ্দিন ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গুচ্ছ গ্রামের প্রয়াত আমির উদ্দিন ফকিরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ওই বৃদ্ধ রাস্তা দিয়ে হাটছিলেন। এ সময় একটি ড্রাম ট্রাক তাকে চাপ দেয়। এতে ঘটনাস্থলেয় তার মৃত্যু হয়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।