ব্রাজিলের বিপক্ষে গোলশূণ্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করায় আর্জেন্টিনার বিশ্বকাপ ভাগ্য ঝুলে ছিল। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচের এক ঘণ্টা পর শেষ হয় ইকুয়েডর ও চিলির ম্যাচ। ম্যাচে চিলি ০-২ গোলে হেরে যাওয়ায় আর্জেন্টিনার বিশ্বকাপ নিশ্চিত হয়ে যায়। ব্রাজিলকে হারাতে পারলে অতি সহজেই বিশ্বকাপ নিশ্চিত হয়ে যেত আর্জেন্টিনার।
কাতার বিশ্বকাপে লাতিন আমেরিকা অঞ্চলের মধ্যে ব্রাজিলের পর টিকিট পেল আর্জেন্টিনা। ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাড়মেড়ে ম্যাচে গোল না হলেও হয়েছে পাইলের বন্যা। সব মিলিয়ে ম্যাচে ৪২ ফাউল হয়েছে। দুই দলই সমান ২১টি করে ফাউল করেছে। ম্যাচ অমীমাংসিত থাকায় পয়েন্ট ভাগাভাগি করে দুই দল।
ব্রাজিল ও আর্জেন্টিনা বাছাই পর্বে ১৩টি করে ম্যাচ খেলেছে। ব্রাজিলের ১১ জয়ের বিপরীতে আর্জেন্টিনা জিতেছে মাত্র ৮টিতে। ব্রাজিলের ড্র দুইটি। আর্জেন্টিনার পাঁচটি। ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল। ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আর্জেন্টিনা।