আজ রবিবার (১৪.১১.২১) সকাল ১০.২৫ মিনিট রামপুরা টিভি সেন্টার বাস দুর্ঘটনা হয়। অল্পের জন্য বেঁচে গেলেন সিএনজি চালক।
ঢাকার রাস্তায় অধিকাংশ সময় আমরা দেখি বাস চালকের অসচেতনার কারণে এই দুর্ঘটনা গুলো ঘটে, কিন্তু আজকের ঘটনায় সম্পূর্ণ ভুল ছিলো সিএনজি চালকের। সিএনজি চালক তড়িঘড়ি করতে গিয়ে বাসের সাথে এই সংঘর্ষ হয়। অল্পের জন্য বেঁচে যায় সিএনজি চালক। সিএনজি তে কোন যাত্রী না থাকায় বড় কোন দুর্ঘটনা ঘটে নাই।
ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পুলিশ এসে উপস্থিত হয়, পুলিশ এসে বাস চালককে আটকায় করে , সিএনজি চালক তার সততার পরিচয় দেন। সিএনজি চালক বলেন সম্পূর্ণ দোষ তার ছিলো, বাস চালকে যেন কোন জরিমানা না করে।
সিএনজি চালকের সততার জন্য পুলিশ দু’জনকে ছেড়ে দেন।
**সিএনজি চালক সামান্য আহত হয়, তবে তার সিএনজি ব্যপক ক্ষতি হয়।